তাহিরপুরে সপ্তাহব্যাপি “ভূমি সেবা সপ্তাহ- ২০২৪“ পালিত হয়েছে। শনিবার (৮ জুন) উপজেলা পর্যায়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন- সালমা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর, সুনামগঞ্জ উপস্থিত ছিলেন- শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর, সুনামগঞ্জ, স্থানীয় বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অত্র অফিসের কর্মচারীবৃন্দ ও সেবা গ্রহীতাগণ।
এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক।
পরে ১৪ জুন পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন ও ভূমি অফিসে এ কর্মসূচি চলতে থাকে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেওয়া হয় এই বিশেষ সপ্তাহে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস